মালদা

এবার দুর্গাপূজায় মালদাতে ৫১ ফুটের দুর্গা প্রতিমা

 

এবছর ১১৮ তম বর্ষে পদার্পণ করছে মালদা জেলার গোলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পূজা। আর এবারে পূজার প্রধান আকর্ষণ হিসেবে থাকবে পূজা মন্ডপের সামনের প্রাঙ্গনে ৫১ ফুটের দুর্গা প্রতিমা।জানা যায় মালদা জেলা তথা শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত দুর্গাপূজা হচ্ছে গোলাপট্টি সার্বজনীন দুর্গাপূজা। ১৯০০ সাল থেকে জেলার অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাদেবী দীনবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে প্রাচীন রিতি-নীতি অনুসরণ করে এই পূজা এবছর ১১৮ তম বর্ষে পদার্পণ করছে। পূজার প্রধান আকর্ষণ হিসেবে থাকবে ৫১ ফুটের দুর্গা প্রতিমা।

            ক্লাব সদস্যরা জানান এই দুর্গা প্রতিমা শুধু মালদা জেলাতে নয় সারা উত্তরবঙ্গে প্রথম এত বড় প্রতিমা হচ্ছে। এই প্রতিমাটি তৈরি করছেন শিল্পী নিরঞ্জন সিংহ ও তার সহযোগী শিল্পীরা। এই প্রতিমা নির্মাণ করতে সময় লাগবে ১২০ দিন।আর তাই আজ ক্লাব প্রাঙ্গনে করা হল খুঁটি পূজা। তাদের আশা এই ৫১ ফুটের দুর্গা প্রতিমা দেখতে বহু মানুষ মন্দির প্রাঙ্গনে উপস্থিত হবেন।তাদের পুজার বাজেট থাকছে ১২ লক্ষ টাকা। এদিন খুঁটি পূজায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ক্লাব সদস্য সহ স্থানীয়রা।